বিজ্ঞাপন

বাঘের আক্রমণ থেকে বেঁচে লোকালয়ে এলো হরিণ

June 11, 2021 | 12:20 am

লোকাল করেসপন্ডেন্ট

মোংলা (বাগেরহাট): সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়ে মোংলার লোকালয়ে চলে আসা একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে আবার বনে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুন) সকালে সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারি এলাকার দুলাল হাওলাদারের বাড়িতে চলে একটি আহত হরিণ। এরপর স্থানীয়রা বন বিভাগে খবর দেয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে যায়।

সুন্দরবন চাঁদপাই রেঞ্জ অফিসে কর্মরত বিএম মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া হরিণটির গলায় কামড়ের দাগ ছিলো এবং শরীরে বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ছিলো। ধারণা করা হচ্ছে বাঘের আক্রমণের শিকার হয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই ঘণ্টা পর আবার উদ্ধার হওয়া হরিণটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন