বিজ্ঞাপন

আমেরিকায় প্রথম মুসলিম ফেডারেল বিচারপতি জাহিদ কুরেশি

June 11, 2021 | 9:39 am

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিম ব্যক্তিকে ফেডারেল বিচারপতি হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। বৃহস্পতিবার (১০ জুন) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারপতি জাহিদ কোরেশির নিয়োগ মার্কিন সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিপুল সমর্থনে অনুমোদন পায়। রয়টার্সের খবর।

বিজ্ঞাপন

জাহিদ কোরেশিকে নিউ জার্সির ম্যাজিস্ট্রেট আদালতের ফেডারেল বেঞ্চে বিচারপতি হিসেবে মনোনীত করেন জো বাইডেন। বৃহস্পতিবার তার নিয়োগটি সিনেটে উত্থাপিত হয়। সিনেটে তার নিয়োগের সুপারিশ করেন নিউ জার্সির সিনেটর কোরে বুকার। ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটে ৮১-১৬ ভোটের ব্যবধানে তার নিয়োগটি অনুমোদন পায়।

এর আগে নিউ জার্সির রাজ্যের ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক হিসেবে কাজ করেছেন জাহিদ কোরেশি। তবে ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ পেতে সিনেটের অনুমোদনের প্রয়োজন হতো না। ফেডারেল বেঞ্চ হলো মার্কিন সুপ্রিম কোর্টের মাত্র এক ধাপ নিচে। ফেডারেল বেঞ্চের নিয়োগ প্রেসিডেন্টের মনোনয়নের পর সিনেটে অনুমোদন পেতে হয়।

জাহিদ কুরেশির নিয়োগে সমর্থন জানিয়ে সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, আমেরিকায় মুসলিমরা সংখ্যার দিক থেকে তৃতীয় হলেও এতদিনে কোনো মুসলিম ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগ পাননি। আমেরিকায় শুধু জনসংখ্যায় বৈচিত্র্য নয়, বরং পেশাদার বৈচিত্র্যকেও প্রসারিত করতে হবে।

বিজ্ঞাপন

কুরেশির জন্ম আমেরিকায় পাকিস্তানি এক অভিবাসী পরিবারে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর তিনি সামরিক প্রসিকিউটর হিসেবে দেশটির সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। পরে তিনি ইরাকে নিযুক্ত হন। ইরাক থেকে ফিরে মার্কিন প্রশাসনের বিভিন্ন বিভাগে এটর্নি হিসেবে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবার ৪৬ বছর বয়েসে ফেডারেল বেঞ্চের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন