বিজ্ঞাপন

সাকিব কাণ্ডের পর আবাহনীর বিপক্ষে মোহামেডানের জয়

June 11, 2021 | 6:23 pm

স্পোর্টস ডেস্ক

আম্পায়ার আউটের আবেদনে সাড়া না দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভেঙে ক্রিকেটপাড়ায় আলোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। সাকিব কাণ্ডের পর ম্যাচে আবাহনীর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ডিএল ম্যাথডে ফর্মে থাকা আবাহনীকে আজ ৩১ রানে হারিয়েছে মোহামেডান। লিগে টানা তিন ম্যাচ হেরে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে নেমে জয় পেলো মোহামেডান। অন্য দিকে আগের ছয় ম্যাচে মাত্র একটিতে হারা আবাহনী আজ দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলো।

আগে আবাহনী-মোহামেডানের লড়াই দেশের ক্রীড়াঙ্গনে বাড়তি আগ্রহের জন্ম দিত। অনেক বছর ধরে সেই ধারটা আর নেই। আজ সাকিব যেন ঐতিহ্যবাহী দুই ক্লাবের লড়াইটা ঝাঝালো করতে চাইলেন! ঘটনা আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে। শুরুতেই বিপদে পড়া আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম ছিলেন ব্যাটিংয়ে।

বিজ্ঞাপন

সাকিব নিজের প্রথম ওভার করতে এসেছিলেন। এক চার এক ছয়ে প্রথম তিন বল থেকে ১০ রান তুলে নেন মুশফিক। ওভারের পঞ্চম বলে জাতীয় দলের দীর্ঘ দিনের সঙ্গীর বিপক্ষে জোড়ালো আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। তারপর সাকিব যা করলেন দেশের ক্রিকেটে অতীতে তা কখনো দেখা গেছে কিনা সন্দেহ! আম্পায়ার সাড়া না দিলে যেন হারিয়ে ফেললেন সাকিব আল হাসান।

লাথি দিয়ে কাছের স্টাম্প ভেঙে ফেললেন। মুখোমুখি হয়ে তর্কে জড়ালেন আম্পায়ারের। কিছুক্ষণ পর ফিরে এসে আম্পায়ারের সামনের থাকা তিন স্টাম্পই তুলে মাটিতে আছড়ে ফেলেন। বৃষ্টিতে খেলা বন্ধ হলে ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন সাকিব। পরে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে দুই ড্রেসিংরুমের দিকে টেনে নিয়ে গেছেন।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে নতুন লক্ষ্য নির্ধারণ হয় ৯ ওভারে ৭৬ রান। দলীয় ৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়া আবাহনী এই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি। ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে দলটি। মোহামেডানের হয়ে শুভাগত হোম ১৭ রানে তিনটি ও তাসকিন আহমেদ ৫ রানে দুটি উইকেট নিয়েছেন।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে মোহামেডান। অনেকদিন ধরে ব্যাট হাতে রানের জন্য সংগ্রহ করতে থাকা সাকিব আল হাসান আজ কিছুটা রান পেয়েছেন। চার নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ১টি চার ২টি ছক্কায় ৩৭ রান করেন সাকিব। মাহমুদুল হাসান ২২ বলে ৩০ ও পারভেজ হোসেন ইমন ২৬ বলে ২৬ রান করেন। আবাহনীর হয়ে এএসকে স্বাধীন ৩ উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন