বিজ্ঞাপন

বিসিবি’র ২৬০ কোটি টাকা বাজেট অনুমোদন

June 15, 2021 | 10:11 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ক্রিকেটের প্রভূত উন্নয়নের লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের জন্য ২৬০ কোটি টাকা বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বাজেট অনুমোদন নিয়ে যে প্রস্তাব টাইগার ক্রিকেট প্রশাসন পেয়েছিল তা বিসিবি’র ১০ ম সভায় অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ জুন) বিসিবি’র সভা শেষে একথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমাদের বার্ষিক বাজেট যেটা আছে বিসিবি’র ২০২১-২২ অর্থবছরের জন্য ওটার অনুমোদন আমরা বোর্ডে দিয়েছি। আমাদের কাছে যে প্রস্তাব এসেছিল ওটা দেখে বোর্ড ২৬০ কোটি টাকা বার্ষিক বাজেট অনুমোদন দিয়েছে।’

বিসিবি সভাপতি এসময় কথা বলেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের মেয়াদ নিয়েও। বর্তমান প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যস্ত তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন

‘জাতীয় দলের নির্বাচক প্যানেল বর্তমানে যেটা আছে সেটার মেয়াদ শেষ আপনারা জানেন। তো এখানে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এটাকে বাড়ান হয়েছে।’

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন