বিজ্ঞাপন

ঢাকা-১৪ উপনির্বাচন: কৌশল নিয়ে বৈঠকে আ. লীগের সাংগঠনিক টিম

June 16, 2021 | 11:45 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করার কৌশল নিয়ে নির্ধারণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কাযালয়ে ঢাকা বিভাগীয় টিমের সমন্বয় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এতথ্য জানান ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

মির্জা আজম বলেন, আগামী ২৭ জুলাই ঢাকা-১৪ আসনের উপনির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু ভাইকে কীভাবে বিজয়ী করা যায়, কীভাবে ভোটারদের বেশি উপস্থিতি নিশ্চিত করা যায় এ সব নিয়ে আমরা আলোচনা করলাম।ম ঢাকা মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ থানা আওয়ামী লীগের কিছু নেতা আজকে উপস্থিত ছিলেন। আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়কারী ডা. দীপু মনি। আমরা আমাদের টিম নিয়ে সব ধরনের আলোচনা করলাম।’

ঢাকা বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে কেনো আলোচনা হয়েছে কি না? জানতে চাইলে মির্জা আজম বলেন, ‘আমাদের ঢাকা বিভাগের যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠার জন্য আমরা আলোচনা করেছি। যে সমস্ত জটিলতা আছে তা নিরসন করা হবে, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো কোভিড-১৯ পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তীতে যেন শক্তিশালি করা সে বিষয়েও আমরা আলোচনা করেছি।’

বিজ্ঞাপন

দলে অনুপ্রবেশকারী যারা আছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ তো থেমে আছে। এটি সামনের দিকে দৃশ্যমান হবে কি না? এ বিষয়ে মির্জা আজম বলেন, ‘এটি থেমে নেই। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, এই সমস্ত অনুপ্রবেশকারী, হাইব্রিড, কিংবা দলের ইমেজ নষ্টকারী কিছু মানুষ যেহেতু আওয়ামী লীগে আছেন, তাদেরকে তল থেকে বিতাড়িত করতে হবে। এই নির্দেশনা আছে। সেই প্রক্রিয়া অব্যাহত আছে। সেই প্রক্রিয়ায় হয়ত এ মূহূর্তে বহিষ্কার করা হচ্ছে না, কিন্তু যখনই কোনো সম্মেলন হবে, সেই সম্মেলনের মাধ্যমে এ সমস্ত বিতর্কিত ব্যক্তিদের ঝেড়ে ফেলব।’

ঢাকা বিভাগীয় সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির সভাপতিত্বে বিভাগীয় টীমের নেতাদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, কৃষিমন্ত্রী ডা. আবদুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সাঈদ খোকন, সানজিদা খানম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ বজলুর রহমান, এস এম মান্নান কচি, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দারসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন