বিজ্ঞাপন

খাদ্য সংকট স্বীকার করে নিলেন কিম

June 17, 2021 | 3:46 pm

আন্তর্জাতিক ডেস্ক

দেশে খাদ্য সংকটের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তিনি এ বিষয়ে কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

তিনি বলেন, টাইফুনের কারণে দেশ কৃষিখাতে লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাই জনগণের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

এছাড়াও, খাদ্য-সার-জ্বালানির জন্য উত্তর কোরিয়া চীনের ওপর নির্ভরশীল। কিন্তু, করোনা সংক্রমণের মুখে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ায় খাদ্য ব্যবস্থাপনায় সংকট চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

এর আগে, জাতিসংঘের পক্ষ থেকে উত্তর কোরিয়ায় চলমান নীরব দুর্ভিক্ষের ব্যাপারে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিছুদিন আগেও স্থানীয় এনকে নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে কলা প্রতি কেজি ৪৮ মার্কিন ডলার দামে বিক্রি হচ্ছে।

এদিকে, ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের সভায় পাঁচ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে একটি পরিকল্পনা পেশ করা হয়। একইসঙ্গে, লক্ষ্যমাত্রা অর্জনে করণীয়ও ঠিক করা হয়।

বিজ্ঞাপন

কিম বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতির সামগ্রিক উন্নতি হয়েছে। আগের বছরের তুলনায় মোট শিল্পোৎপাদন বেড়েছে ২৫ ভাগ।

তবে, পার্টির একান্ত চেষ্টার পরও কিছু ক্ষেত্রে সমস্যা রয়েই গেছে বলে উল্লেখ করেন কিম জং উন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন