বিজ্ঞাপন

বিনিময় চুক্তিতে ফিলিস্তিনকে ১০ লাখ ভ্যাকসিন দিচ্ছে ইসরাইল

June 18, 2021 | 10:03 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিনিময় চুক্তির আওতায় ফিলিস্তিনকে ১০ লাখ ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন দিচ্ছে ইসরাইল। শুক্রবার (১৮ জুন) চুক্তির পরপরই সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে। এ চুক্তির আওতায় সমান সংখ্যক ভ্যাকসিন ইসরাইলকে আবার ফেরত দেবে ফিলিস্তিন। শুক্রবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দফতর থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, শুক্রবার ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) ও ইসরাইলের মধ্যে চুক্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ১ লাখ ভ্যাকসিন ফিলিস্তিনে পৌঁছেছে। পিএ ও তেল আবিবের এই বিনিময় চুক্তির ফলে ফিলিস্তিনে সম্ভাব্য সময়ের আগেই ভ্যাকসিন কার্যক্রম চালানো সম্ভব হবে।

মূলত আগামী সেপ্টেম্বর নাগাদ মার্কিন কোম্পানি ফাইজারের ১৪ লাখ ভ্যাকসিন ফিলিস্তিনের পাওয়ার কথা রয়েছে। এদিকে ৫৫ শতাংশ নাগরিকের উপর ভ্যাকসিন প্রয়োগের পর ইসরাইলের হাতে উদ্বৃত্ত রয়েছে ১০ লাখের বেশি ভ্যাকসিন। এসব ভ্যাকসিনের মেয়াদ শীঘ্রই শেষ হতে যাচ্ছে। ফলে মেয়াদ উত্তীর্ণের আগেই এসব ভ্যাকসিন কাজে লাগাতে ফিলিস্তিনকে সরবরাহ করবে ইসরাইল। আর ফিলিস্তিন যখন সেপ্টেম্বর নাগাদ ফাইজারের ভ্যাকসিনগুলো হাতে পাবে তখন তা ইসরাইলকে ফিরিয়ে দেবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইজারের ১৪ লাখ ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর নাগাদ হাতে পাবে বলে আশা প্রকাশ করেছ ফিলিস্তিন। এদিকে শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ হতে চলা ইসরাইলের পাঠানো ভ্যাকসিনগুলো পুরোপুরি ব্যবহার ফিলিস্তিন করতে পারবে কি না— সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন