বিজ্ঞাপন

একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হতে পারছে না করোনা রোগী

June 19, 2021 | 6:24 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে বেডের স্বল্পতায় ভর্তি হতে পাচ্ছে না রোগীরা।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য বেডের সংখ্যা প্রথমে ছিলো ৩৬টি। গত বুধবার পর্যন্ত বেডের সংখ্যা দাঁড়ায় ৭৬টিতে। শনিবার পর্যন্ত করোনা বেডের সংখ্যা বাড়িয়ে ১০০তে পরিণত করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ১১৩ জন। ভর্তি জন্য অর্ধ শতাধিক অপেক্ষামান অবস্থায় রয়েছেন।

জেলায়, গত ১০ দিনে ৮৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ১১২ জন রোগী শনাক্ত হয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এর আগে আরও ১ জন মারা যান। ২৪ ঘণ্টার হিসেবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন ৮ জন।

বিজ্ঞাপন

এদিকে জেলায় লকডাউন বাড়ানো হয়েছে আরও ৭ দিন। পূর্ববর্তী ৭ দিন ঢিলেঢালা লকডাউন হলেও শনিবার থেকে কুষ্টিয়া পৌরসভা এলাকায় সব যানবাহন চলাচল বন্ধসহ দোকান ও শপিংমল বন্ধ করে দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘বিধিনিষেধ বাস্তবায়নের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাবও মাঠে কাজ করছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন