বিজ্ঞাপন

জামিন পেলেন ডিআইজি প্রিজনস পার্থ গোপাল

June 19, 2021 | 8:55 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা দুর্নীতির মামলায় সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত গত বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করেন।

শনিবার (১৯ জুন) দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জুলফিকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পার্থ গোপালের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ১৫ জুলাই পর্যন্ত তাকে জামিন দেন।’

২০২০ সালের ৪ নভেম্বর আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করে বিচার শুরু আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন আদালতে গত বছরের ২৪ আগস্ট চার্জশিট জমা দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালর ২৮ জুলাই সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল পার্থ গোপালের বাসায় অভিযান চালায়। অভিযানে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এরপর তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন