বিজ্ঞাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কংগ্রেসের কর্মসূচি

June 21, 2021 | 10:17 am

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জুলাইয়ের মাঝামাঝি থেকে জেলাপর্যায়ে কর্মসূচি ঘোষণা করেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)।

বিজ্ঞাপন

কংগ্রেস সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচনা করে দলটি। তাই, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য ১ মে থেকে তৃণমূল পর্যায়ে ৬৫০টি জেলায় বৈঠকের পরিকল্পনা নেয় কংগ্রেস। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে কংগ্রেসের সে পরিকল্পনায় আপাতত কিছুটা পরিবর্তন এসেছে।

এর মধ্য দিয়ে ক্ষমতাসীন বিজেপির আক্রমণাত্মক জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ হিসেবে কংগ্রেস ভারতের নতুন প্রজন্মকে ইন্দিরা গান্ধীর উদারতার ব্যাপারে জানাতে চাইছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ. কে. অ্যান্টনি উদযাপন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জুলাইয়ের মাঝামাঝিতে করোনা পরিস্থিতির উন্নতি হলে কর্মসূচি পুনরায় চালুর ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তিনি।

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন