বিজ্ঞাপন

দুতের্তের হুঁশিয়ারি— ভ্যাকসিন না নিলেই জেল

June 22, 2021 | 1:15 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণ করতে না চাইলে কারাগারে পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে দেশটির সীমান্তে ‘অতি সতর্কতা’ জারি করার পর দুতের্তে নিজ নাগরিকদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

সোমবার (২১ জুন) একটি ভিডিও বার্তায় রদ্রিগো দুতের্তে জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি বেছে নিন— ভ্যাকসিন নিবেন নাকি কারাগারে যাবেন।’ ফিলিপাইনের তাগালগ ভাষায় বক্তব্য দেওয়া এই ভিডিওটি আগেই রেকর্ড করা হয়েছিল।

দুতের্তে অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘তারা বোকা, যারা ভ্যাকসিন নিতে অস্বীকার করে।’ এসব ব্যক্তিদের শূকরের জন্য ব্যবহৃত ইনজেকশন দিয়ে ভ্যাকসিন দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে এসব মানুষকে ‘একগুঁয়ে’ বলেও মন্তব্য করেন তিনি।

ফিলিপাইন সরকার গত মার্চ মাস থেকে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করে। তবে দেশটির বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র মানুষের কম উপস্থিতি লক্ষ্য করা গেছে। একইসঙ্গে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের সীমিত সরবরাহের জন্য ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম ধীর গতিতে চলছে বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তবে রদ্রিগো দুতের্তে এই ধরনের হুমকি প্রথম নয়। এর আগেও করোনা রোধে জারি করা লকডাউন ভঙ্গকারীদের উদ্দেশ্যে একই হুমকি দিয়েছিলেন তিনি।

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন