বিজ্ঞাপন

দেশে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন

June 25, 2021 | 7:58 pm

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে এবার যোগ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে এই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রায় একই সময়ে চীন থেকেও ভ্যাকসিনের একটি বড় লট দেশে আসতে পারে। তবে কী পরিমান আসছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ।

স্বাস্থ্যমন্ত্রী সারাবাংলাকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে, মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বাংলাদেশকে দেওয়া হবে। এটা কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে পাওয়া যাবে। এ বিষয়ে আমার কাছে আজ চিঠি এসে পৌঁছেছে।’

তিনি বলেন, ‘তারা আমাদের জিজ্ঞেস করেছে ভ্যাকসিন নেব কি না। আমাদের পক্ষ থেকে নেওয়ার বিষয়ে আমরা নিশ্চিত করে দিয়েছি। ভ্যাকসিনগুলো আগামী ৭ থেকে ১০ দিন বা এ মাসের শেষের দিকে আসতে পারে।’

বিজ্ঞাপন

চীনের ভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে সে অনুযায়ী আমরা কিছু ভ্যাকসিন আশা করছি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পাব। এটি আমরা আশা করছি, তবে সম্পূর্ণ নিশ্চিত তারিখটা এখনই বলা যাচ্ছে না। সংখ্যাটাও এখনই বলতে পারছি না। সেটি খুব বেশিও না আবার একদম যে কম তাও না।’

এর আগে ১ জুন বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভি’র বিশ্বব্যাপী ভ্যাকসিন বিতরণের উদ্যোগ কোভ্যাক্সের আওতায় ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ‘কমিরন্যাটি’ ব্র্যান্ডের এক লাখ ৬০০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স, যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এসএসএ/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন