Sarabangla 4th-anniversary Sarabangla 4th-anniversary
বিজ্ঞাপন

নওগাঁয় সিমেন্ট-আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

July 3, 2021 | 12:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নওগাঁ: জেলার মান্দা উপজেলায় সিমেন্ট ও আমবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) মাঝ রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— আম ব্যবসায়ী রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর পুত্র মো. খলিল (৪০) ও কুষ্টিয়া জেলার বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁগামী সিমেন্টবাহী ট্রাক ও রাজশাহীগামী আমবাহী ট্রাকের মাঝে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আম ব্যবসায়ী ও আমবাহী ট্রাকের হেলপার।

বিজ্ঞাপন

নিহত আম ব্যবসায়ীর ভাই নূর মোহাম্মদ জানান, খলিল নওগাঁর সাপাহারে থেকে আমের ব্যবসা করে আসছিলেন। সাপাহার থেকে আম নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মহদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন