বিজ্ঞাপন

ভ্যাকসিন নিয়ে আর সমস্যা নেই: প্রধানমন্ত্রী

July 3, 2021 | 3:32 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দেশে ভ্যাকসিন আসা শুরু হয়েছে আর কোনো সমস্যা হবে না। দেশে আরও ভ্যাকসিন আসবে। শতকরা ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনের এখন আর সমস্যা নেই। চীন এবং যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন এসে গেছে আরও আসবে। আমরা অনেক টাকা দিয়ে ভ্যাকসিন কিনে এনেছি। কিন্তু জনগণের স্বার্থে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছি। আমরা সব কর্মসূচিতে অগ্রাধিকার দেই গ্রামের ও খেটে খাওয়া মানুষদের।

বিজ্ঞাপন

শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার পর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। শিশুদেরও তো করোনা হচ্ছে। জেনেশুনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেব কিনা বিরোধী দলের উপনেতা ও সংসদ সদস্যদের বলতে চাই। আমরা জেনে শুনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। শুধু বাংলাদেশেই এ অবস্থা না সারাবিশ্বেই এই অবস্থা। বাবা-মায়েরা চায় না তাদের সন্তানরা এমন পরিস্থিতিতে শিক্ষা-প্রতিষ্ঠানে যাক। আর যাদের ছেলে-মেয়ে নেই তারা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা বলেন।’

সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ভারত থেকে করোনা ভ্যাকসিন কেনার ব্যবস্থা করেছিলাম। কিন্তু ভারতে যেভাবে করোনা আক্রান্ত সংখ্যা বেড়েছে ফলে তারা রফতানি বন্ধ করে দেয়। এতে কিছুদিন আমাদের সমস্যা হয়েছিল।’

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী শুক্রবার রাতে এবং শনিবার সকালে মডার্না ও সিনোফার্মের ভ্যাকসিন আসার কথা উল্লেখ করে বলেন, ‘যেখানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সেখানে আমরা যোগাযোগ করছি। আরও কিনে আনব। চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র সব জায়গায় আমরা যোগাযোগ রেখেছি। আমি আগেই বলেছি আমরা ৮০ শতাংশ মানুষের ভ্যাকসিনের আওতায় আনব। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ‘কঠোর বিধিনিষেধ’ দেওয়া হয়েছে। আপনাদের প্রতি আহ্বান অন্তত নির্দেশনাগুলো মেনে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষিত রাখুন। সবাই এটা মেনে চললে আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পারব। ভ্যাকসিন আসা শুরু হয়েছে সমস্যা হবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন