বিজ্ঞাপন

সীমান্ত থেকে ৯ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল জব্দ

July 4, 2021 | 9:43 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটলিয়নের সদস্যরা। এসব মোবাইলের বাজার মূল্য প্রায় ৯ লাখ এক হাজার টাকা।

বিজ্ঞাপন

রোববার (৪ জুলাই) বিকেলে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ৫৯ বিজিবি’র একটি বিশেষ দল টহল দেয়। এ সময় ওই গ্রামের মশিউর রহমানের বাড়ির পেছন হতে ৪৫টি ভারতীয় বিভিন্ন প্রকারের মোবাইল ফোন উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯ লাখ এক হাজার টাকা।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন