বিজ্ঞাপন

মেসির প্রতি সম্মান আছে কিন্তু জিতবে একজনই: নেইমার

July 9, 2021 | 5:08 pm

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনাল আগামী ১১ জুলাই। আর এই ফাইনালেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। সুপার ক্লাসিকোর ঠিক আগেই ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র হুঙ্কার দিয়ে রাখলেন তাঁর বন্ধু এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। মাঠের বাইরে বন্ধুত্ব থাকবে, থাকবে সম্মানও তবে এদিন মারাকানায় নেইমারের লক্ষ্য থাকবে নিজ দেশের হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের।

বিজ্ঞাপন

রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ছয়টায় এস্তাদিও ডি মারাকানায় ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।

ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে সকল শিরোপা জিতলেও এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে জেতা হয়নি কোনো শিরোপা। বারবার শিরোপা জয়ের খুব কাছে গিয়েও অধরায় রয়ে গেছে মেসির জাতীয় দলের শিরোপা। এদিকে দীর্ঘ ২৮ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দল জিতেনি কোনো বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা। এবার আবারও মেসি ও আর্জেন্টিনার সামনে শিরোপা জয়ের।

অন্যদিকে সময়ের অন্যতম সেরা তারকা নেইমারের ব্রাজিল ২০১৯ সালের কোপা আমেরিকা জিতলেও টুর্নামেন্টের ঠিক আগে ইনজুরিতে পড়ে শিরোপা জয়ী দলের অংশ হতে পারেননি নেইমার। আর তাই তো এবার নেইমারও মুখিয়ে আছেন ব্রাজিলের হয়ে শিরোপা জয়ের জন্য।

বিজ্ঞাপন

ফাইনালের সুপার ক্লাসিকোর আগে নেইমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন শিরোপা জয় ব্যতীত অন্যকিছুই ভাবছেন না নেইমার। তিনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি যে, মেসি হলো আমার দেখা সেরা খেলোয়াড়। সে আমার খুব ভালো ভালো বন্ধু। কিন্তু এখন আমরা ফাইনালে। আমরা এখন প্রতিদ্বন্দ্বী। আমি জিততে চাই। আমি সত্যিই এই শিরোপাটা জিততে চাই, যা হবে আমার প্রথম কোপা আমেরিকা।’

নিজ দলের বিপক্ষে বলেই মেসিকে সমর্থকন দিতে পারছেন না নেইমার। তবে অন্য কোনো প্রতিপক্ষ হলেই তিনি মেসির সমর্থনে গলা ফাটান বলেও জানিয়েছেন নেইমার। এ ব্যাপারে নেইমার বলেন, ‘মেসি অনেক বছর ধরে জাতীয় দলের হয়ে তার প্রথম শিরোপার খোঁজ করছে। আর যখনই কোনো আসরে ব্রাজিল তার প্রতিপক্ষ হিসেবে থাকে না, আমি তার জন্য গলা ফাটাই। আমি ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও তাকে সমর্থন যুগিয়েছি, যখন সে জার্মানির বিপক্ষে খেলেছিল।’

২৯ বছর বয়সী নেইমার রসিকতা করে বলেছেন, তাদের বন্ধুত্ব এখন ঝুঁকিতে, ‘এখন যেহেতু (মেসির) প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল রয়েছে, সেহেতু আমাদের বন্ধুত্ব রয়েছে ঝুঁকিতে। আমাদের মধ্যে নিবিড় পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। কিন্তু কেবল একজনই জিততে পারবে।’

বিজ্ঞাপন

ফাইনালে বন্ধুত্বকে পাশে রেখে জেতার জন্য সবকিছু উজাড় করে দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন নেইমার, ‘যখন আপনি কারও বন্ধু থাকেন, তখন (মাঠে) সেটা ভুলে যাওয়া কঠিন। তবে উদাহরণ দিতে গেলে বলতে পারি, যখন আপনি কোনো বন্ধুর সঙ্গে ভিডিও গেম খেলেন, আপনি তাকে যেভাবেই হোক না কেন হারাতে চান। শনিবারের বিষয়টা হবে এরকম।’

সারাবাংলা/এসএস

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন