বিজ্ঞাপন

রোদ্র ঝলমলে বিকেল হঠাৎ অন্ধকারে

March 30, 2018 | 5:38 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : শুক্রবারের (৩০ মার্চ) বিকেলটি শুরু থেকেই ছিল ঝলমলে রোদে উজ্জ্বল। কিন্তু কিছুক্ষণের মধ্যে মৌসুমি মেঘ জমাট বেঁধে ঢাকার প্রকৃতিতে নিমন্ত্রণ জানায় অন্ধকারকে। নিমিষেই ঝলমলে বিকেলটি হয়ে গেল সন্ধ্যার ক্ষণ। এরপর ঝড়ো হাওয়া, কোথাও প্রবল, কোথাও শ্লথ-গতিতে বাতাসের দৌড়ঝাঁপ। সঙ্গে থেমে থেমে মৃদু বজ্রের ঝলকানি।

আজ বিকেলে ঢাকার কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে গেছে। হয়ত বৃষ্টি আসার বার্তা জানান দিচ্ছে চৈত্রের দুরন্ত মেঘ।

বিজ্ঞাপন

আকাশের এমন অবস্থাকে কালবৈশাখী ঝড়ের পূর্বলক্ষণ বলে মনে করছেন আবহাওয়াবিদ মিজানুর রহমান।

তিনি সারাবাংলাকে জানান, ঢাকায় বিকেলে (৩০ মার্চ) যে বাতাস বয়ে গেছে তা কালবৈশাখী ঝড়। ঢাকার কোথাও কোথাও এই ঝড়ের প্রকোপ ছিল বেশি, আবার কোথাও ছিল কম।’

তিনি জানান, রাতে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর হাউজিং সোসাইটির গৃহিনী রাশিদা আক্তার বলেন, ‘বিকেল হতে না হতেই অন্ধকার হয়ে গেছে। হয়ত বৃষ্টি আসবে।’

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গেল। এখন অন্ধকারে বসে আছি। মেঘ ডাকছে।’

মোহাম্মদপুরের আরেক বাসিন্দা নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আকাশ বিষাদগ্রস্ত। মেঘে ঢেকেছে প্রাচীন শহরের বড় বড় ভবনের ছাদগুলো। বৃষ্টি হয়ে হয়ত ঝড়ে পড়বে আকাশের কান্না।’

বিজ্ঞাপন

আদাবরের নবোদয় হাউজিং সোসাইটির দোকান মালিক গোলাম মোস্তফা সারাবাংলাকে বলেন, ‘ঝড়ে আমার দোকানের দুটো ডিজিটাল সাইনবোর্ড উড়ে গেছে। ভাগ্যিস দোকানের আশেপাশে কোনো লোক ছিল না। থাকলে বড় ধরনের বিপদ হতে পারত।’

বাড্ডায় কর্মরত সংবাদকর্মী ঢাকার আকাশের এ অবস্থা দেখে বলেন, ‘এ মৌসুমে কখনো এরকম কালো আকাশ দেখিনি। দেখে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে ঢাকায়।’

অবশ্য আকাশের এরকম অবস্থার ইঙ্গিত শুক্রবার সকালেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় জানানো হয়, ঢাকা চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনায় কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন