বিজ্ঞাপন

সিউলে শুরু হয়েছে বঙ্গবন্ধু উপর আলোকচিত্র প্রদর্শনী

July 11, 2021 | 12:00 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সিউলের থিও গ্যালারিতে কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই আলোকচিত্র প্রদর্শনীটির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জুলাই) দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং কোরিয়া কালচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব জে-মিন জং যৌথভাবে প্রদর্শনীটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতন্ত্র, শান্তি এবং ধর্মনিরপেক্ষতার এক মূর্ত প্রতীক ছিলেন। তিনি ছিলেন মানবতা, জনগণের ক্ষমতা এবং আর্থ-সামাজিক মুক্তির অগ্রদূত। যা প্রদর্শনীর আলোকচিত্রগুলোতেও প্রতিফলিত হয়েছে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, ‘এই প্রদর্শনী দক্ষিণ কোরিয়ার বন্ধুপ্রতিম জনগণকে বঙ্গবন্ধু এবং তার রূপকল্প, আদর্শ ও পরম্পরা সম্পর্কে জানতে অনুপ্রাণিত করবে।’

বিজ্ঞাপন

কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব জে-মিন জং তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু তার দেশ ও জনগণের গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার নিশ্চিত করবার জন্য নিপীড়কদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তার অসামান্য অবদান ছাড়া বাংলাদেশের পক্ষে স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘নিজ দেশের উপর জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যই তিনি জাতির পিতা হিসেবে অভিহিত হয়েছেন। এই তাৎপর্যপূর্ণ উদ্যোগে কোরিয়া কালচার অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করবার জন্য তিনি সিউলস্থ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।’

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ইতিহাস ও সাংস্কৃতিক সাদৃশ্য তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, ‘এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে আরও ভালোভাবে জানবার সুযোগ সৃষ্টি হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রদর্শনীটি ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/টিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন