বিজ্ঞাপন

আড়াই বছর পর মাহমুদউল্লাহর উইকেটের স্বাদ

July 20, 2021 | 4:35 pm

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের পরিচয় তিনি একজন স্পিনিং অলরাউন্ডার। ক্যারিয়ারের শুরুতে স্পিন বোলিং করতেন নিয়মিত। ঘরোয়া ক্রিকেটে এখনো নিয়মিত বোলার তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর হাতে বল উঠছে কমই! তাই তো আরেকটা উইকেটের স্বাদ পেতে লেগে গেল প্রায় আড়াই বছর!

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলা বাংলাদেশ আজ তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছে। ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪৫ রান খরচায় ব্রেন্ডন টেলর ও ডিন মায়ার্সের উইকেট পেয়েছেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে প্রায় আড়াই বছর পর উইকেটের দেখা পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার।

মাহমুদউল্লাহ সর্বশেষ উইকেট পেয়েছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। নাপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ উইকেট পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ উইকেট পেয়েছেন ২০১৯ সালের সেপ্টম্বরে, আফগানিস্তানের বিপক্ষে। কদিন আগে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ সর্বশেষ টেস্ট উইকেটের দেখা পেয়েছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে।

এদিকে, মাহমুদউল্লাহর উইকেট প্রাপ্তির দিনে বেশ ভালোই এগুচ্ছে জিম্বাবুয়ে। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। ওপেরিংয়ে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন রেগিস চাকাভা। ৯১ বলে ৭ চার ১ ছয়ে ৮৪ রান করেছেন জিম্বাবুয়ান তারকা। ডিন মায়ার্স ৩৪ রান করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন