বিজ্ঞাপন

জনগণ ক্ষমা করলে খালেদা জিয়া রাজনীতির অধিকার পাবেন: নানক

July 21, 2021 | 9:40 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা:  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ২১ আগস্টের বোমা হামলার ঘটনাসহ বিএনপি ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জড়িত। জনগণ ক্ষমা করলে তবেই খালেদা জিয়া দেশে রাজনীতি করার অধিকার পাবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবেটরি ইনস্টিটিউট মাঠে আয়োজিত করোনা পরিস্থিতির শিকার ৩ হাজার পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়ার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপিকে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি জনগণের ওপর আস্থা রাখে না, তাই তারা জনগণের দুর্দিনে সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়ায় না।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় আগে ভ্যাকসিন পেয়েছে। বিএনপি প্রথম দিকে ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করত অথচ দলটির চেয়ারপারসন বেগম জিয়া ভ্যাকসিন নিলেন।

বিজ্ঞাপন

লকডাউন দেওয়ার সময় জীবন ও জীবিকা দু’টি বিষয়কেই মাথা রাখা হয় বলে জানান তিনি। কারখানা চালু রেখে অর্থনীতিকে গতিশীল রাখতে হবে। পোশাক কারখানা সচল রয়েছে, সরকার প্রণোদনা দিয়েছে, প্রত্যেক শ্রমিক বেতন পেয়েছেন বলেও উল্লেখ করেন জাহাঙ্গীর কবির নানক।

অনুষ্ঠানে ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, ‘করোনাকালে আয় কমে যাওয়া প্রতিটি পরিবারের পাশে সরকার রয়েছে।’

কারও ঘরে খাবার না থাকলে তাকে জানানোর অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সভাপতি ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিন হাজার পরিস্থিতির শিকার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপিসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/এনআর/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন