বিজ্ঞাপন

‘আন্দোলনেই খালেদার মু্ক্তি ও নিরপেক্ষ নির্বাচন আদায়’

March 31, 2018 | 7:18 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: আন্দোলনের মাধ্যমেই বন্দি খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেছেন, ‘চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে আরো বেগবান করে খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে।’

শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইউনিস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতারা এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ফজলুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালিত হবে। কিন্ত আজকে যারা দেশ চালাচ্ছেন, তারা জনগণের দ্বারা নির্বাচিত নন। সরকার যদি জনগণের ভোট ছাড়া ক্ষমতায় বসে তাকে কোনো অবস্থাতেই গণতান্ত্রিক সরকার বলা যায় না। সে কারণেই স্বাধীনতার ৪৭ বছর পর এসে আমাদের গায়ে স্বৈরাতান্ত্রিক দেশের তকমা লেগেছে। এটা আমাদের জন্য লজ্জার।’

‘কিন্তু এ অবস্থা আর চলতে পারে না। জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলনে মাধ্যমে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’— বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমাদের সামনে এখন তিনটি চ্যালেঞ্জ। প্রথমত, খালেদা জিয়াকে মুক্ত করা। সরকার যতই চেষ্টা করুক না কেন খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। তবে এই মুক্তির জন্য আইনি লড়াই যথেষ্ট নয়। এ জন্য জনমত সৃষ্টি করতে হবে এবং আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনতে হবে।’

বিজ্ঞাপন

‘দ্বিতীয়ত আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই— যেখানে সবাই নির্ভয়ে ভোট দিতে পারবে। তৃতীয়ত, আমরা গণতান্ত্রিক পন্থায় দেশের মানুষের প্রতিধিত্ব করতে চাই। সেই জন্য সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সরকার সমঝোতায় না আসলে রাজপথ ছাড়া কোনো উপায় থাকবে না। আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে— বলেন মওদুদ।

সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার। সুতরাং সবাই জেগে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন।  মনে রাখবেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলন, আন্দোলন, আন্দোলন। এখন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, এই আন্দোলনকে বেগবান করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার আগে আমাদের আর কোনো এজেন্ডা নেই। ‘

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন