April 1, 2018 | 8:11 am
।। নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট ।।
চাঁদপুর থেকে: হ্যাট্রিক জয়ের মিশন নিয়ে ভোটের মাঠে ছুটছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নৌকার বার্তা পৌঁছাতে ভোটের মাঠে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে রোববার (১ এপ্রিল) ইলিশের বাড়ি বলে দেশে-বিদেশে খ্যাত চাঁদপুরে আসছেন শেখ হাসিনা।
বাঙালি ঐহিত্য ইলিশ। আর ইলিশের বাড়ি চাঁদপুর। ত্রিনদী পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলের এই জেলাটি ইলিশ ঐতিহ্যের ধারক হিসেবে 'ইলিশের বাড়ি চাঁদপুর' হিসেবে ব্র্যান্ডিং হয়েছে। ২০১৭ সালের ৪ এপ্রিল চাঁদপুরের কৃতী সন্তান চিত্রশিল্পী হাশেম খানের হাতে গড়া ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে লোগোটি চাঁদপুর জেলার ব্র্যান্ডিং লোগো হিসেবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ইলিশের বাড়িতে রোববার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় আট বছর পর রোববার চাঁদপুরে আসছেন তিনি। জাতীয় নির্বাচনী বছরে তার আগমন উপলক্ষে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার আমেজ সৃষ্টি হয়েছে। কিন্তু এই সাজ সজ্জার উৎসব আমেজে শুক্রবার হঠাৎ কালবৈশাখী ঝড় কিছুটা মলিন করে দিয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের ব্যানার-ফেস্টুন বিলবোর্ডগুলো ঝড়ে এলোমেলো হয়ে গেছে। শনিবার বিকেলে শহরে প্রবেশ করেই তার ছাপ দেখা যায়। রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী হাইমচর উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন করবেন। এরপর বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন।
এর আগে ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর এসেছিলেন। তাই ইলিশের ছবি সম্বলিত তোরণে তোরণে শোভা পাচ্ছে ‘সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-কে ইলিশের বাড়ি চাঁদপুরে স্বাগতম’। কোথাও শোভা পাচ্ছে ‘ ইলিশের বাড়ি চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সু-স্বাগতম’।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শহরের মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন ছেয়ে গেছে। শহরের বাবুরহাট পুলিশ লাইন থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে বিলবোর্ড আর তোরণে শোভা পাচ্ছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র। পাশাপাশি বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীরা আত্মপ্রচারের ব্যানার-ফেস্টুন-তোরণে ছেয়ে ফেলছেন শহরের অলিগলি।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত পত্রে কর্মসূচি জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে বেলা ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুরের হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্কাউটসের ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর আড়াইটার পর তিনি ২৩টি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ২৪টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।
চলতি বছরে ৩০ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। এরপর ৮ ফেব্রুয়ারি বরিশালে জনসভা করেন। ২২ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন। ৩ মার্চ খুলনার সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভা, ২২ মার্চ চট্টগ্রামে দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় অংশ নেন। ২৯ মার্চ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের জনসভায় অংশ নেন। সে ধারাবাহিকতায় রোববার (১ এপ্রিল) চাঁদপুরে জনসভায় অংশ নেবেন।
গত ৩০ জানুয়ারি ‘দুটি পাতা একটি কুঁড়ি’র দেশ খ্যাত সিলেট থেকে আগামী জাতীয় নির্বাচনে হ্যাট্রিক জয়ের মিশন নিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। সেদিন তিনি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনার জন্য জাতীয় নির্বাচনে নৌকায় ভোট আহ্বান করেন।
তিনি বলেন, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে চার বছর মেয়াদ পূর্ণ করে পাঁচ বছরে পদার্পণ করেছি। সামনে আমাদের জাতীয় নির্বাচন। ২০১৮ সালের শেষের দিকেই নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা নির্বাচনী প্রচার পাঁচ বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই শুরু করেছি। আর শুরুটা করলাম সিলেট থেকে। যেখানে হজরত শাহ জালাল, শাহ পরাণের পুণ্যভূমি; সেই সিলেট থেকেই আমরা এই নির্বাচনী প্রচারণা শুরু করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ হাত পেতে চলবে না। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধিশালী হবে। বাংলাদেশের মানুষ সবাই বিশ্ব দরবারে সম্মানের সাথে এগিয়ে যাবে। এটাই আমাদের লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণ করতে হলে আগামীতে যে নির্বাচন ২০১৮ সালের ডিসেম্বর মাসে হবে, সেই নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে। নৌকা উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আপনারা ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, নৌকায় ভোট দেবেন আপনারা? এর ধারাবাহিকতায় পরবর্তীতে প্রতিটি জনসভায় সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ভোটারদের কাছে ভোটের ওয়াদা চাইছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ ধারাবাহিকতায় রোববার চাঁদপুর জেলা আওয়ামী লীগের জনসভাতেও সরকারের উন্নয়ন পদক্ষেপ ও আগামী দিনের লক্ষ্য প্রত্যাশায় নৌকায় ভোট চাইবেন এমনটাই মনে করছেন স্থানীয় নেতারা।
সারাবাংলা/এনআর/এমএইচ/এটি/এমএ