বিজ্ঞাপন

ঝোপ সরিয়ে পাওয়া গেল কাড়িকাড়ি টাকা

July 26, 2021 | 5:14 pm

আন্তর্জাতিক ডেস্ক

ঝোপে হাত দিলেই মিলছে টাকার নোট। খুব বেশি খুঁজাখুঁজির দরকার পড়ছে না, একটু জঙ্গল সরালেই হাতে আসছে বান্ডিল। এমন আজব কাণ্ড ঘটেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে।

বিজ্ঞাপন

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, সোমবার (২৬ জুলাই) সকালে দুর্গাপুরের সি-জোন এলাকায় কাজ করতে বের হন পরিচ্ছন্নতাকর্মীরা। এসময় তাদের চোখে পড়ে ঝোপে হেলায় পড়ে আছে টাকা।

উদ্যোগী হয়ে আরেকটি ঝোপ সরাতেই হাতে আসা শুরু হলো ধনরাশি। দেখা গেল ৫০০ টাকার নোটের ছড়াছড়ি। পরে কর্মীরা দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ঝোপ থেকে প্রায় ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে সব নোটই পুরনো। অর্থাৎ এসব নোট এখন অচল।

ভারতে ২০১৬ সালে ৮ই নভেম্বরের মাঝরাত থেকে পুরনো নোট বাতিল করে নতুন নোট চালু করে সরকার। হঠাৎ নোট বাতিল হওয়ায় অবৈধ আয়ের টাকা নিয়ে বিপাকে পড়েন অনেকে। সে সময় এরকম রাস্তাঘাটে, নর্দমায়, ঝোপ-জঙ্গলে নোটের দেখা মিলত। প্রায় ৫ বছর পর ফের দুর্গাপুরের জঙ্গলে পুরনো টাকা পড়ে থাকতে দেখা গেল। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলেও খবরে প্রকাশ।

রাষ্ট্রায়াত্ত একটি ব্যাংক সংলগ্ন এলাকায় এ টাকাগুলো কীভাবে এলো, তা জানতে তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন