বিজ্ঞাপন

দেশের ৯৯.৫ ভাগ এলাকা বিদ্যুতের আওতায়: নসরুল হামিদ

July 26, 2021 | 10:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী মূল্যে মান সম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের ৯৯.৫ ভাগ এলাকা বিদ্যুতায়নের আওতায় এসেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জুলাই) বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (অবকাঠামো) এর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক ১৯৭২ সাল থেকেই বাংলাদেশকে সহযোগিতা করছে। বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশ্বব্যাংক থেকে এপর্যন্ত ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। বর্তমানে বিদ্যুৎ খাতে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার -এর বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।’

দেশের বিদ্যুৎ খাতে সঞ্চালন বিতরণ ব্যবস্থা আধুনিকায়ণে যুগপোযুগি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘গ্রাহক সেবার মান উন্নয়নেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জের প্রসঙ্গগুলো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির উন্নয়নে ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশনে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। বিদ্যুৎ সংরক্ষণ, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, ওশান এনার্জি থেকে বিদ্যুৎ, মানব সম্পদ উন্নয়ন, ইলেকট্রিক ভিহাইকেল এবং সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্পসহ Energy Transition -এর পরিপ্রেক্ষিতে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় এবং Cross Boarder Energy Trade – এ বাংলাদেশের অবস্থান নিয়েও আলোচনা করা হয়। সম্ভাব্য বিনিয়োগ ও সম্ভাব্য প্রকল্প নিয়েও আলোকপাত করা হয়।

ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (অবকাঠামো) গুয়াংঝি চেন ( Guangzhe Chen), প্রাকটিস ম্যানেজার (এনার্জি) সিমন জে স্টল্প ( Simon J. Stolp ), প্রোগ্রাম লিডার (অবকাঠামো) রাজেস রোহাতগি (Rajesh Rohatgi) ও ইআরডির অতিরিক্ত সচিব আব্দুল বাকী সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন