বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

July 28, 2021 | 3:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পর পর দু’দিন পতনের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষে হয়েছে পুঁজিবাজারে লেনদেন। বুধবার (২৮ জুলাই) দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে আর্থিক ও শেয়ার লেনদেন কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

বুধবার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ৪৩ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৯১১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির এবং ৩৫টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৬ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১৫টি কোম্পানির ৩ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার ৬৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৬৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৪৯ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬২১ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন