বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সিরিজে ডিআরএস নিয়ে শঙ্কা

July 28, 2021 | 4:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

অস্ট্রেলিয়া সিরিজ শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। কিন্তু এখনো ঢাকায় এসে এখনো কোয়ারেনটাইন শুরু করতে পারেনি সিরিজের সম্প্রচার বিভাগের সঙ্গে সম্পর্কিত ডিআরিএস (ডিসিশন রিভিউ সিস্টেম) টিম। সঙ্গত কারণেই আসন্ন এই সিরিজে এই প্রযুক্তি থাকছে কি না সে বিষয়ে ঘোর শঙ্কা রয়ে গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, যেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়া এই সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তিকেই ১০ দিনের কোয়ারেনটাইনের শর্ত জুড়ে দিয়েছে সেহেতু ডিআরএস সিস্টেম এই সিরিজে সংযুক্ত করা খুব একটা সহজ হবে না। তবে তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২৮ জুলাই) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে একথা জানান বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চৌধুরী বলেন, ‘ডিআরএস থাকছে না ঠিক তা না। যে টিমটা আছে তারা যদি এসে কোয়ারেনটাইন পিরিয়ড সম্পন্ন করতে পারে তাহলে হবে না হলে নয়। তিন দিন কোয়ারেনটাইন করলেই হওয়া কথা। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত অনুযায়ী কোয়ারেনটাইন করতে হবে ১০ দিন। আমরা সেজন্য কাজ করছি।’

বিজ্ঞাপন

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টি টোয়েন্টি সিরিজ খেলতে ২৯ জুলাই বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া।

আগামি ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে সফরকারিরা। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন