বিজ্ঞাপন

সাড়ে ৮ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে জুম

August 2, 2021 | 12:46 pm

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গের মামলায় আট কোটি ৬০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে অধুনা জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুম।

বিজ্ঞাপন

এর আগে, জুম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফেসবুক, গুগল ও লিংকডইনে শেয়ার করায় তাদের গোপনীয়তা ভঙ্গ হয়েছে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে ২০২০ সালের মার্চে মামলাটি দায়ের করা হয়।

বিবিসি জানিয়েছে, মামলার শুনানিতে জুম কর্তৃপক্ষ পুরো বিষয়টি অস্বীকার করলেও ভবিষ্যতে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

পাশাপাশি, ব্যবহারকারীদের গোপনীয়তার ব্যাপারে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার আগ্রহের কথাও জানিয়েছে জুম। সেক্ষেত্রে, আদালতের অনুমোদন দরকার হবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জুমের মুখপাত্র বিবিসিকে বলেন, জুম ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে। ব্যবহারকারীদের বিশ্বাস সর্বাত্মকভাবে রক্ষার চেষ্টা করে যাবে প্রতিষ্ঠানটি।

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন