বিজ্ঞাপন

আজকের স্কাউটস আগামী দিনের কর্ণধার : প্রধানমন্ত্রী

April 1, 2018 | 1:39 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : রোভার স্কাউটস সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের রোভার স্কাউটস আগামী দিনের কর্ণধার। তোমরাই আগামীতে জাতির নেতৃত্ব দেবে। তাই তোমাদের মাঝে দেশপ্রেম থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে, মানবিক মূল্যবোধ থাকতে হবে। আমি আশা করি, তোমরা সেভাবে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে। যে কোনো সময় দেশের জন্য কাজ করার মানসিকতা তোমাদের থাকতে হবে।’

চাঁদপুরের চরভাঙায় রোববার (১ এপ্রিল) বাংলাদেশ স্কাউটসের ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ এক গৌরবময় শুভ সময়ে এই কমডেকা অনুষ্ঠিত হচ্ছে, যখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি। উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেলাম। এ স্বীকৃতি দেশবাসীর অক্লান্ত পরিশ্রম ও সংগ্রামের সুফল।’

বিজ্ঞাপন

রোভার স্কাউটদের দায়িত্ব কর্তব্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগ-দুর্বিপাকে রোভার স্কাউটস মানুষের পাশে দাঁড়ায়। সেবাধর্মী কাজ আরও বিস্তৃত করতে হবে। শিশু-কিশোরদের মধ্যে ছোটবেলা থেকে জনসেবার চর্চা থাকতে হবে, লেখাপড়ার সময় থেকে এটা করতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘স্কাউটস শতাব্দী ভবন নির্মাণ ও স্কাউটিং সম্প্রসারণের জন্য ১২২ কোটি টাকার প্রকল্প চলমান আছে। প্রাথমিক বিদ্যালয়সমূহে কাবিং সম্প্রসারণের জন্য আরেকটি প্রকল্প অচিরেই অনুমোদন দেওয়া হবে। জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রর জন্য ৯৫ একর বনভূমি ব্যবহারের অনুমতি দিয়েছি। বিভিন্ন জেলায় ও অঞ্চলে স্কাউট ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা পায়, তাদের মন-মানসিকতা যেন ইতিবাচক হয়, তারা যেন সৃষ্টিশীল হয়, সে জন্য আমরা কাজ করছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মাদক ও জঙ্গিবাদ নির্মূলে পরিবার থেকে সমাজের সকলকে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত দেশ হিসেবে দেখতে চাই। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দু’টি করে কাব স্কাউটস, রোভার স্কাউটস চালু করতে সব রকমের সহায়তা দেব। স্কাউটের উন্নয়নের জন্য প্রতিটি জেলায় অবকাঠামোগত উন্নয়ন করা হবে। ’

বিজ্ঞাপন

তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যোগ্য হয়ে গড়ে উঠতে হবে দেশের জন্য, মানুষকে ভালোবাসতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষ এবং জীবজন্তু থেকে শুরু করে সকলকেই ভালোবাসতে হবে। কোনো মানুষ অশিক্ষার অন্ধকারে থাকবে না, না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে তোমরাই এ কাজ এগিয়ে নিয়ে যাবে।’

দেশে উত্তরোত্তর রোভার স্কাউটস সদস্য সংখ্যা বাড়ছে। এই কারণে ২০১৭ সালে বিশ্ব স্কাউট কনফারেন্সে বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/একে

আরও পড়ুন

বিজ্ঞাপন

৬ষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন