বিজ্ঞাপন

তালেবানকে মোকাবিলায় আফগান প্রেসিডেন্টের পরিকল্পনা উত্থাপন  

August 2, 2021 | 6:20 pm

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পার্লামেন্টে তালেবান যোদ্ধাদের মোকাবিলায় নিরাপত্তা পরিকল্পনা উত্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে এই পরিকল্পনাটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়নি। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

আফগান সেনাবাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিনটি প্রদেশে তালেবান যোদ্ধা ও সোনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। ফলে ওই অঞ্চলগুলোতে ‘সংকটজনক’ নিরাপত্তা পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তারা।

আরও পড়ুন: তালেবান যোদ্ধাদের ঠেকাতে আফগান বাহিনীর বোমা হামলা শুরু

কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা

বিজ্ঞাপন

আফগানিস্তনে ২০ বছর ধরে যুদ্ধ করার পর দেশটি থেকে ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন ও ন্যাটো সেনা সদস্য প্রত্যাহার করার কথা জানায় যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে বেশিরভাগ সেনা সরিয়ে নেওয়াও হয়েছে।

এরপর থেকেই দেশটির বড় বড় জেলা শহরগুলো দখল করে নিয়ন্ত্রণে নেয় তালেবান যোদ্ধারা। এখন তারা দেশটির প্রাদেশিক রাজধানীগুলো দখলে নেওয়ার জন্য আফগান বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন