বিজ্ঞাপন

চীনে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ

August 2, 2021 | 7:44 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের একাধিক স্থানে করোনাভাইরাসের (কোভিড-১৯) ডেলটা ভ্যারিয়েন্টের (ভারতীয় ভ্যারিয়েন্ট) সংক্রমণ দেখা দিয়েছে। ফলে উচ্চ সংক্রমিত করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিশেষজ্ঞরা। খবর বিবিসি।

বিজ্ঞাপন

চীনে গত ১০ দিনের মধ্যে ৩০০ জনের অধিক মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে করোনা সংক্রমণের খরব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। একইসঙ্গে দেশটির শীর্ষ শ্বাসযন্ত্রের রোগ বিশেষজ্ঞরাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ইতোমধ্যে দেশটির সরকার নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি লাখ লাখ মানুষের করোনার পরীক্ষা করাচ্ছে।

চীনে কতজনকে সম্পূর্ণ করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে দেশটির সরকার জানিয়েছে তারা ১৬০ কোটির অধিক ডোজ দিয়েছেন।

বিজ্ঞাপন

চীনে এখন পর্যন্ত মোট ১৫টি প্রদেশ ও পৌরসভায় করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে ১২টি সংক্রমণের যোগসূত্র দেশটির পূর্ব জিয়াংসু প্রদেশের নানজিং এলাকা বলে জানা গেছে।

যদিও সংক্রমণের এই সংখ্যা অন্যান্য স্থানের চেয়ে কম। চীনে গত কয়েক মাসের মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যায় সংক্রমণ বলে বিবেচনা করা হচ্ছে। তবে গত বছর দেশটি তার নিজের সীমানার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন