বিজ্ঞাপন

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

August 4, 2021 | 11:59 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় নয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৭৩ জন।

বিজ্ঞাপন

বুধবার (৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালের একজন, পটুয়াখালীর একজন, ভোলার দুইজন ও ঝালকাঠির একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

বিভাগে মোট আক্রান্ত ৩৬ হাজার ১৪০ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৮০ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৩৭ জন নিয়ে মোট ১৪ হাজার ৯৯৭ জন, পটুয়াখালী জেলায় নতুন ৯৭ জন নিয়ে মোট ৪ হাজার ৮২২ জন, ভোলা জেলায় নতুন ১৮২ জন নিয়ে মোট ৪ হাজার ৪১১ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৭ জন নিয়ে মোট ৪ হাজার ৫৬৪ জন, বরগুনা জেলায় নতুন ৬৪ জন নিয়ে মোট ৩ হাজার ১৩৬ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট ৪ হাজার ২২০ জন রয়েছেন।

বিজ্ঞাপন

শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪০ জন ও করোনা ওয়ার্ডে ১৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩৪৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১২৪ জন করোনা ওয়ার্ডে এবং ২২৫ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন