August 4, 2021 | 8:43 pm
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করার মধ্যেই অভিনেতা, নাট্যনির্মাতা ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে বনানী জি ব্লকের ৭ নম্বর রোডে রাজের বাসায় অভিযান শুরু করে র্যাব।
নজরুল ইসলাম রাজের হাত ধরেই পরীমনি চলচ্চিত্র জগতে পা রাখেন। পরীমনির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ প্রযোজনা করেছিলেন রাজ। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন।
আরও পড়ুন-
এর আগে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পরীমনির বনানীর বাসায় অভিযান শুরু করে র্যাব-১। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী সারাবাংলাকে অভিযানের তথ্য নিশ্চিত করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব জানায়, পরীমনিকে আটক করা হয়েছে। তার বাসায় অভিযান শেষে তাকে নামিয়ে আনা হবে।
পরে রাত ৮টা ১২ মিনিটে পরীমনিকে তার বনানীর বাসা থেকে বের করে একটি মাইক্রোবাসে করে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
সারাবাংলা/ইউজে/টিআর