বিজ্ঞাপন

বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যু: এলাকা জুড়ে শোকের মাতম

August 5, 2021 | 8:25 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁপাইনবাবগঞ্জ: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের স্বজনরা রাতেই তাদের দাফন কাজ সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

তবে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অবস্থা উন্নতির দিকে।

বজ্রপাতে নিহতরা হলেন- বরের বাবা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতার হাট গ্রামের শরিফুল ইসলাম (৪২), দুলাভাই সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাগ্রামের মো. সোহবুল (৩৫), ফুফু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জৈটকাপাড়া গ্রামের বেলিয়ারা বেগম (৩৪), ফুফা টিপু সুলতান (৪০), নানা নারায়ণপুর ইউনিয়নের মহারাজনগর ডাইলপাড়া গ্রামের মো. তোবজুল (৭০), নানি জমিলা বেগম (৬০), খালা ল্যাতন বেগম (৪৫), খালাতো ভাই মো. বাবলু (২২), মামা মো. সাইদুল (৪০), মামি টকিয়ারা বেগম (৩০) ও মামাতো ভাই মো. বাবু (১৫)।

এছাড়া সূর্য্যনারায়ণপুর গ্রামের মো. কালুর ছেলে মো. আলম (৪৫), মো. মোস্তফার ছেলে মো. পাতু (৪০), বরের চাচাতো ভাই সূর্য্যনারায়ণপুর গ্রামের ধুলু মিয়ার ছেলে মো. সজিব (২২), মো. সাহালাল ওরফে বাবুর স্ত্রী মোসা. মৌসুমী (২৫), সুন্দরপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে আসিকুল ইসলাম (২৪) ও ফেরিঘাটের লোক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাকা গ্রামের মো. রফিকুলও (৬০) বজ্রপাতে মারা যান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে ১১টা সদর উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামে বর আল মামুনের নানার বাড়িতে গিয়ে দেখা যায়, নানা তবজুল ইসলামসহ পরিবারের ৬ জন নিহত হওয়ায় বাড়িতে চলছে শোকের মাতম। তবজুল ইসলামের বাড়ির সামনেই নিহত ৬ জনের লাশ দাফন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, নিহত ১৭

নিহত তবজুলের নাতনি সেলিনা খাতুন জানান, এ ঘটনায় তার স্বামী সইবুর, তার বাবা, নানা-নানি, মামা-মামি ও খালাসহ ৭ জন মারা গেছেন।

অপরদিকে, একই ইউনিয়নের ডাইলপাড়া গ্রামে বর আল মামুনের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানেও চলছে শোকের মাতম। আল মামুন তার বাবাসহ ১৭ জন স্বজনকে হারিয়ে পাগলপ্রায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল বুধবার নৌকাযোগে সদর উপজেলার নারায়ণপুর থেকে বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাঁকা এলাকায় যাওয়ার সময় বজ্রপাতে ৫ জন নারীসহ ১৭ জনের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এছাড়া অসুস্থদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে তাদেরও সহযোগিতা করা হবে।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন