বিজ্ঞাপন

পুঁজিবাজারে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ আর্থিক লেনদেন

August 9, 2021 | 5:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে ফের রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। সোমবার (৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে একদিনে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন এবং আগের ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইতে ৩ হাজার ২৪৯ কোটি টাকা শেয়ার কেনাবেচা হয়। যা পুঁজিবাজারের ইতিহাসে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আর্থিক লেনদেন। এছাড়াও ২০১০ সালের ৭ ডিসেম্বর ২ হাজার ৭১০ কোটি টাকা এবং ২০২১ সালের ৫ জানুয়ারি ডিএসইতে ২ হাজার ৫৪৬ কোটি টাকা এবং গত ৫ আগস্ট ডিএসইতে ২ হাজার ৫১১ কোটি টাকার আর্থিক লেনদেন হয়।

বিজ্ঞাপন

এদিকে আর্থিক লেনদেনের পাশাপাশি ডিএসইতে সূচক ও বাজার মূলধনেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬২৮ পয়েন্টে উঠে আসে। এটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে যাত্রা শুরুর পর সূচকের সর্বোচ্চ অবস্থান। সূচকের পাশাপাশি ডিএসই‘র বাজার মূলধনেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দিন শেষে ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ৫ লাখ ৪৫ হাজার ৫৩৫ কোটি ৪১ লাখ টাকায় উন্নীত হয়। এটি পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ বাজার মূলধন।

এদিন ডিএসইতে ৩৭৪টি কোম্পানির ৯৭ কোটি ৭ লাখ ৭৫ হাজার ৫৪৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৭৩ টির এবং ২০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকা। সোমবার ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬২৮ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫২ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৯২ পয়েন্টে উঠে আসে।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৫টি কোম্পানির ৫ কোটি ৪২ লাখ ২১ হাজার ২৫৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ১২৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন