বিজ্ঞাপন

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কবে?

August 12, 2021 | 6:14 pm

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে ধাপে ধাপে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগের কার্যক্রম চলছে বিভিন্ন স্থানে। ১০ আগস্ট স্বাস্থ্য অধিদফতর জানায়, ১২ আগস্ট থেকে মর্ডানার প্রথম ডোজ ভ্যাকসিন বন্ধ করে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। এ জন্য সব কেন্দ্রে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়। তবে বৃহস্পতিবার (১২ আগস্ট) একাধিক কেন্দ্রে দেখা গেছে প্রথম ডোজের ভ্যাকসিন প্রয়োগ করতে। এদিন দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য এসএমএস নিয়ে কেন্দ্রে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে ভ্যাকসিন সংকটের কথা বলে।

বিজ্ঞাপন

কিছু কেন্দ্র থেকে ভ্যাকসিন নিতে আগ্রহীদের বলা হয়েছে, পরবর্তীতে ঘোষণা দিয়ে জানানো হবে। আবার কিছু কেন্দ্রে জানানো হয়েছে, ১৬ আগস্ট থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। শুধুমাত্র ঢাকাতেই নয়, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কেন্দ্র থেকেও পাওয়া গেছে একই অভিযোগ।

তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, এটি ভুল বোঝাবুঝি। খুব দ্রুতই এটি অ্যাডজাস্ট করে সংশোধনী দেওয়া হবে। ১৬ আগস্ট থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। আর দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে।

১২ আগস্ট সকালে সরেজমিনে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে প্রথম ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। তবে সেখানে চাহিদার তুলনায় ভ্যাকসিন পর্যাপ্ত ছিল না।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. শিহাব সারাবাংলাকে বলেন, ‘আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে উদ্বৃত্ত ভ্যাকসিন শেষ করে দ্বিতীয় ডোজ প্রয়োগ করার জন্য। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি। যখনই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন আমাদের পাঠানো হবে আমরা তা প্রয়োগ করা শুরু করবো।’

জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল, ডেন্টাল কলেজসহ একাধিক প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবেদকের কথা হয় বিভিন্ন ভ্যাকসিন গ্রহীতার সঙ্গে। সবার মোবাইলে এসএমএস থাকলেও কেউ ভ্যাকসিন নিতে পারছেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ না থাকার কারণে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না। একইসঙ্গে প্রথম ডোজের ভ্যাকসিন প্রয়োগও বন্ধ রাখতে বলা হয়েছে। তাই ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না।

প্রায় একই অবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনেও। মোবাইলে এসএমএস পেয়ে নির্ধারিত তারিখেই চট্টগ্রামের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে যান চয়নিকা বড়ুয়া। তাকে জানানো হয় ভ্যাকসিন সংকটের কারণে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব না।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক ও চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ‘পর্যাপ্ত সরবরাহ না থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার থেকে মডার্না ও সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ভ্যাকসিন এলে শিগগিরই দ্বিতীয় ডোজ চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যথারীতি চলবে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এসএমএস পাওয়া সাপেক্ষে সবাই ভ্যাকসিন নিতে পারবেন। যারা এসএমএস পাননি অথবা ডিলিট হয়ে গেছে তারা আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিতে পারবেন। এছাড়া উপজেলা পর্যায়ে সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির নির্দেশনায় বলা হয়েছে ১২ আগস্ট থেকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। কিন্তু অনেকেই এসএমএস নিয়ে গেলেও কেন্দ্র থেকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন সংকটের কথা বলে।

তাই প্রশ্ন উঠেছে আসলেই কী দেশে ভ্যাকসিন নেই? যদি থাকে তবে কবে থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে—এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘দেশে যারা ফাইজার ও মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মর্ডানার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ সোমবার (১৬ আগস্ট) থেকে চালু হবে। এর মাঝে শনিবার একদিন ভ্যাকসিন প্রয়োগ করা যাবে তবে সেদিন সকল কেন্দ্রে উদ্বৃত্ত থাকা ভ্যাকসিনগুলো শেষ করা হবে।’

জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আজ যেটা হয়েছে এটা মিস কমিউনিকেশন। এটা অ্যাডজাস্ট করা হবে। খুব শিগগিরই তা ঠিক হয়ে যাবে।’

সারাবাংলা/এসবি/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন