বিজ্ঞাপন

‘তালেবানদের ক্ষমতা দখলে এশিয়ার নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে’

August 19, 2021 | 8:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলে এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ, অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ভিয়েতনামের পর আফগানিস্তানে দখলদার আগ্রাসী মার্কিন বাহিনীর লজ্জাজনক রাজনৈতিক ও সামরিক পরাজয় ঘটেছে। তালেবানদের বিজয়ে আফগান জনগণের স্বাধীনতার মুক্তি, নারী অধিকারসহ গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নতুন উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে। আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে এশিয়ার এই অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ ও নতুন অস্থিরতা দেখা দেবে। এই অঞ্চলের দেশ ও জনগণের নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘তালেবানদের ঘোষিত শরিয়া আইনের সঙ্গে কিভাবে আফগান নারী সমাজসহ জনগণের স্বাধীনতা, মুক্তি, গণতান্ত্রিক ও মানবিক অধিকারসমূহ নিশ্চিত হবে সেটা এখন বড় রাজনৈতিক বিষয়। গত দুই দশকে তাবেদার সরকারের আমলেও আফগান নারীরা যেটুকু অধিকার ও মর্যাদা অর্জন করেছে তা অব্যাহত থাকবে কি না তা নিয়েও গুরুতর সংশয় দেখা দিয়েছে।’

বিজ্ঞাপন

আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধেও জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় এগিয়ে আসবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন