বিজ্ঞাপন

কার্ড দেখালেই মিলবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন

August 23, 2021 | 3:50 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয় ফেব্রুয়ারি থেকে। সময়মত ভ্যাকসিন না আসায় অনেকেই প্রথম ডোজ নিতে পারলেও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারেননি।

বিজ্ঞাপন

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, যারা এখনও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন কার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মিজানুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যারা কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন তাদের ইতোমধ্যেই এসএমএস চলে যাওয়ার কথা। যাদের ইতোমধ্যেই এসএমএস চলে গেছে তারা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। আর যারা এখনও কোনো কারণে এসএমএস পান নাই, তারা কেন্দ্রে ভ্যাকসিন কার্ড নিয়ে গেলেই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন