বিজ্ঞাপন

কারাগারে আত্মহত্যার চেষ্টা সাবেক প্রেসিডেন্টের

August 24, 2021 | 11:03 am

আন্তর্জাতিক ডেস্ক

বলিভিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট জিনাইন অ্যানেজ কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন।

বিজ্ঞাপন

তবে, সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

বলিভিয়ার একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।

কারাগারের পরিচালক জুয়ান কার্লস লিমপিয়াস বলেন, বর্তমানে জিনাইন অ্যানেজ তার পরিবারের সঙ্গে আছেন। মানসিক অবস্থার উন্নয়নে পরিবারের সদস্যদের পাশে থাকা বেশ গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

অ্যানেজের মেয়ে ক্যারোলিনা রিবেরা বলেন, ভয়াবহ মানসিক অবসাদের কারণে গত শনিবার তার মা আত্মহত্যার চেষ্টা করেন। দীর্ঘ কারাবাসের কারণে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।

অপরদিকে অ্যানেজের আইনজীবী নর্মা কুয়েলার বলেন, সাবেক এই প্রেসিডেন্টের সহায়তা প্রয়োজন। দীর্ঘদিন ধরেই তাকে হয়রানি করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের শুরুর দিকে ৫৪ বছর বয়সী অ্যানেজকে গ্রেফতার করা হয়। ২০১৯ সালে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

সব ধরনের অভিযোগ অস্বীকার করে অ্যানেজ বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

সারাবাংলা/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন