বিজ্ঞাপন

৩ বছরে ২০৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে স্যামসাং

August 24, 2021 | 4:27 pm

আন্তর্জাতিক ডেস্ক

আগামী তিন বছরে ২০৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ লক্ষ্যমাত্রা ঠিক করেছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাং গ্রুপ। কোম্পানিটি জানিয়েছে, মহামারি পরবর্তী সময়ে বায়ো-ফার্মাসিউটিক্যালস, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও রোবটিক্স প্রযুক্তির ব্যবসা বাড়াতে এ বিনিয়োগের সিংহভাগ ব্যয় হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার স্যামসাং জানায়, ২০২৩ সালের মধ্যে চিপ তৈরির মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিল্পের বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করার লক্ষ্য রয়েছে। এছাড়া রোবটিক্স এবং পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগের মতো নতুন নতুন ক্ষেত্রকে আরও শক্তিশালী করারও লক্ষ্য ঠিক করা হয়েছে।

স্যামসাংয়ের ঘোষণাকৃত নতুন বিনিয়োগের পরিমাণ এর আগের তিন বছরের বিনিয়োগের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেশি। তবে মঙ্গলবার স্যামসাং পূর্ববর্তী বিনিয়োগের লাভক্ষতির কোনো হিসাব প্রকাশ করেনি।

উল্লেখ্য যে, স্যামসাং বিশ্বের সর্ববৃহৎ মেমোরি চিপ প্রস্তুতকারী ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ব্যবসার খাত ইলেকট্রনিকস পণ্য। দক্ষিণ কোরিয়ার ফেয়ার ট্রেড কমিশনের তথ্যমতে, অন্তত ৫৯টি সহযোগী প্রতিষ্ঠান নিয়ে তৈরি স্যামসাং গ্রুপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন