বিজ্ঞাপন

সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ

August 25, 2021 | 7:31 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে দেশে দীর্ঘদিন বন্ধ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণ হার কমতে থাকায় সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হলে শিক্ষার্থীরা যেন করোনায় সংক্রমিত না হয়, সে জন্য ‘সর্বোচ্চ’ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল অনলাইন বুলেটিনে এ কথা জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অধ্যাপক নাজমুল বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। স্বাস্থ্য অধিদফতর বরাবরই স্বাস্থ্যবিধির জায়গাটিকে প্রধান্য দিয়ে আসছে। জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি সমন্বয় করে আমরা পরামর্শ দিয়ে আসছি। আমরা আশা করি, এই দুটি দিক প্রাধান্য দিলে নিরাপত্তার জায়গাটিতে আশ্বস্ত হতে পারব।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দিলে মানতে হবে স্বাস্থ্যবিধি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন