বিজ্ঞাপন

আফগানিস্তানে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত

August 25, 2021 | 10:33 pm

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে চলমান প্রকল্পগুলোতে অর্থায়ন স্থগিত ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক। রাষ্ট্রক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পরপর এমন সিদ্ধান্তের কথা জানাল ওয়াশিংটনভিত্তিক বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞাপন

বুধবার (২৫ আগস্ট) এ সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

এর একদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) আফগানিস্তানে অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

বাইডেন প্রশাসনও যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তান সেন্ট্রাল ব্যাংকের সকল সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ২০০২ সাল থেকে বিশ্বব্যাংক আফগানিস্তানে প্রায় সাড়ে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন প্রকল্প চলছে বলে জানিয়েছে বিবিসি।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এই সিদ্ধান্ত ওই প্রকল্পগুলোর অর্থছাড়ে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বব্যাংকের এক মুখপাত্র বলেন, আফগানিস্তানের প্রকল্পগুলোতে অর্থছাড় স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীন নীতি ও কার্যপ্রণালী নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।

বিজ্ঞাপন

তিনি জানান, আফগানিস্তান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ অব্যাহত রাখা হবে।

আফগানিস্তানে বিশ্ব ব্যাংকের উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার উপায় খোঁজা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার বিশ্বব্যাংক আফগানিস্তানে কর্মরত কর্মীদের পাকিস্তানে সরিয়ে নেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন