August 30, 2021 | 6:51 pm
হিন্দু ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ। এই তিথিতে কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।
হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আগমন করেন। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়।
প্রতিবছর জাঁকজমকপূর্ণ শোভাযাত্রাসহ নানা ধরনের আয়োজনে সাড়ম্বরে পালন করা হয়ে থাকে শুভ এই দিনটি। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সেসব আয়োজন করা যায়নি। মন্দিরে মন্দিরে সীমিত পরিসরে কিছু আয়োজনে স্মরণ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
Tags: টপ নিউজ, শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি