বিজ্ঞাপন

শ্রীলংকায় অর্থনৈতিক জরুরি অবস্থা

September 1, 2021 | 5:45 pm

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুদ্রামানে পিছিয়ে পড়া এবং খাদ্যদ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মুখে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছে শ্রীলংকা।

বিজ্ঞাপন

দেশটির সরকারি কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহের নিয়ন্ত্রণ কেন্দ্রের অধীনে নিয়ে মূল্য নির্ধারণ করে দিচ্ছে এবং মূদ্রাস্ফীতি আটকানোর চেষ্টা করছে বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (৩১ আগস্ট) শ্রীলংকান রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে সাড়ে সাত শতাংশ কমে যাওয়ার পর সরকার জরুরি ভিত্তিতে নানান পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

এদিকে, প্রয়োজনীয় সেবাখাতকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর একজন সাবেক জেনারেলকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে জানিয়েছেন, ওই কমিশনার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণের পাশাপাশি পণ্য মজুতের পরিমাণও ঠিক করে দিতে পদক্ষেপ নেবেন।

অন্যদিকে, নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় শ্রীলংকায় ১৬ দিনের কারফিউ জারি করা হয়েছে। তার মধ্যে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন