বিজ্ঞাপন

মিয়ানমারে গণঅভ্যুত্থানের ডাক ঐক্য সরকারের

September 7, 2021 | 9:30 pm

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে জান্তা প্রশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে দেশটির সামরিক শাসন বিরোধীদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সমান্তরাল সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ কর্মসূচি ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গণঅভ্যুত্থানে বেসামরিকদের নিয়ে গঠিত মিলিশিয়া এবং নৃ-গোষ্ঠীর বাহিনীগুলোকে জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে, সমমনা আমলাদের সরকারি পদ ছেড়ে অভ্যুত্থানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এবং অন্যান্য জান্তাবিরোধী গ্রুপগুলোর আত্মগোপনে থাকা নেতাদের নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠন করা হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে, বিরোধীদের গণঅভ্যুত্থান কর্মসূচির ঠিক আগেই আসিয়ানের অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি হওয়ার সামরিক জান্তা। দেশটিতে মানবিক ত্রাণ বিতরণ নিশ্চিত করতে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিল আসিয়ান। চলতি বছরের শেষ নাগাদ অস্ত্রবিরতি বাস্তবায়নের কথা রয়েছে। জান্তা সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে সহিংসতায় শত শত মানুষ মারা গেছে।

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন