বিজ্ঞাপন

শুক্রবার গ্রুপ থিয়েটার ফেডারেশানের ‘অনলাইন লেকচার ওয়ার্কশপ’

September 9, 2021 | 4:43 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

অতিমারির সময় আমাদের নাট্যচর্চা বন্ধ থাকলেও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান প্রতি শুক্রবার সন্ধ্যে ৭টায় অনলাইন লেকচার ওয়ার্কশপ এর আয়োজন করে চলেছে । দেশ-বিদেশের বরেণ্য নাট্যব্যক্তিরা এই লেকচার ওয়ার্কশপে বক্তা হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনকে সমৃদ্ধ করছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যেগে আয়োজিত এবারের ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর (শুক্রবার), সন্ধ্যে ৭টায়। এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নাট্যকার ও নির্দেশক অধ্যাপক মলয় ভৌমিক। এবারের বিষয় – বাংলাদেশের নাট্যচর্চায় বিকল্প ধারার থিয়েটার। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান-এর প্রশিক্ষণ সম্পাদক অভিজিৎ সেনগুপ্তের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য মোসলেম উদ্দিন সিকদার।

পুরো আয়োজনটি দেখা যাবে http://facebook.com/shilpakalapage, http://YouTube.com/BangladeshShilpakalaAcademy এবং https://www.facebook.com/groups/173552115996382/ -লিংকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন