বিজ্ঞাপন

বায়ার্ন-বার্সা আর রোনালদোদের ম্যাচে শুরু ইউসিএল

September 14, 2021 | 1:38 pm

স্পোর্টস ডেস্ক

দুঃস্বপ্নের সে রাতের কথা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে বার্সেলোনা। কিন্তু বারবারই সেই দুঃখ স্মৃতি সামনেই চলে আসে কাতালানদের। ২০১৯/২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের এক লেগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। এরপর এক মৌসুম বিরতির পর আবারও বায়ার্ন-বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের একই গ্রুপে। তখন থেকেই শুরু আলোচনা। এদিকে দীর্ঘ এক যুগ পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অভিষেকেই জোড়া গোলে দলকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগে। এবার চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর ইয়ং বয়েজের বিপক্ষে রেড ডেভিলদের জার্সিতে দ্বিতীয় অভিষেক। এছাড়াও এদিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এবং রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসও।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইয়ং বয়েজের মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু হচ্ছে ২০২১/২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের।

নিউক্যাসলের বিপক্ষে প্রিমিয়ার লিগের অভিষেকে রঙ ছড়িয়েছিলেন রোনলদো। এবার তার প্রিয় টুর্নামেন্টেও কি গোল করে দ্বিতীয় অভিষেক রাঙাবেন? সে প্রশ্নের উত্তর মিলবে সুইজারল্যান্ডের বার্নের ওয়াঙ্কডর্ফ স্টেডিয়ামে।

এদিকে দিনে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার। ২০২০ সালের দুঃস্বপ্নের সেই ম্যাচের ঠিক ১১ মাস পর আবারও বায়ার্নের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। কাম্প ন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায়।

বিজ্ঞাপন

২০০৩-০৪ মৌসুমের পর থেকে চ্যাম্পিয়নস লিগে আসরে নিজেদের প্রথম ম্যাচের প্রতিটিতে (১৭ ম্যাচ) জিতেছে বায়ার্ন। আর বার্সেলোনা এমন ম্যাচে অপরাজিত আছে শেষ ২২টিতে, ১৯৯৭-৯৮ মৌসুম থেকে।

বায়ার্নের বিপক্ষে ওই হারের পরপরই বার্সেলোনার দায়িত্ব পেয়েছিলেন রোনাল্ড কোম্যান। সোমবার সংবাদ সম্মেলনে এই ডাচ কোচ বলেন, এক বছর আগের হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এবার তাদের সামনে। তিনি বলেন, ‘বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা ওই রাতে অনেক কষ্ট পেয়েছিল। এটাকে পরিবর্তনের সুযোগ হিসেবে দেখতে হবে। আর অন্যদের জন্য, এটা বায়ার্নকে আঘাত করার সুযোগ। আমরা তা করতে পারি, এখন শুধু সঠিক উপায় খুঁজে বের করতে হবে।’

এদিকে বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান মেসিহীন বার্সেলোনাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। বার্সাকে তাদের প্রাপ্য সম্মান দিচ্ছেন নাগেলসম্যান। তিনি বলেন, ‘মেসিকে ছাড়া এটা ভিন্ন বার্সা, কিন্তু আমার মনে হয় না তারা দুর্বল। আগে সবাই তার দিকে তাকিয়ে থাকত। এখন অন্য খেলোয়াড়রা অবশ্যই দায়িত্ব নেবে এবং ম্যাচটি অন্যরকম হবে, যেমন চাপের।’

বিজ্ঞাপন

জেনিতের বিপক্ষে একই সময়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। তবে মাঠে নামার আগেই বেশ বড়সড় ধাক্কা খেয়েছে অল ব্লুরা। গোড়ালির চোটে ভুগতে থাকা মিডফিল্ডার এনগোলো কান্তেকে দলে পাছেন না থমাস তুখেল। চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে অবশ্য তার সেরে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু কোচ তুখেলের সে আশা পূরণ হয়নি। তার সঙ্গে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ক্রিশ্চিয়ান পুলিসিচও

সোমবার সংবাদ সম্মেলনে তাদের নিয়ে তুখেল বলেন, ‘কান্তে গতকাল অনুশীলনের দুটি সেশনে অংশ নিয়েছিল এবং আজও অনুশীলন করেছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে খেলাটা তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। মৌসুমের এই মুহূর্তে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেব না। আগামীকাল তাকে অনুশীলনে আরেকবার ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি…সে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হতে শুক্রবার আমাদের সঙ্গে অনুশীলন করবে।’

অন্যদিকে রাত ১টায় মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস। জুভেন্টাসের প্রতি পক্ষ এফসি মালমো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন