বিজ্ঞাপন

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

September 14, 2021 | 6:46 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার রসূলপুরে একটি বাসায় বাথরুমের বালতির পানিতে ডুবে হাফিজা নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা সুমন হোসেন বলেন, বাসায় তারা স্বামী-স্ত্রী ও তার ভাগ্নি মিলে দুপুরের খাবার খাচ্ছিলেন। সবার অগোচরে সেখান থেকে হামাগুড়ি দিয়ে কখন শিশুটি বাথরুমে চলে যায় শিশুটি টের পাননি। কিছুক্ষণ পর সুমনের ভাগ্নি বাথরুমে গিয়য়ে দেখতে পায় শিশু হাফিজা বাথরুমে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে। পরে তারা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেলে নেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায়। দুই মেয়ের মধ্যে ছোট ছিল হাফিজা। তিনি একটি কাপড়ের কারখানায় কাজ করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন