বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে রফতানি বাড়াতে দূতাবাসের সহযোগিতা চায় বিজিএমইএ

September 14, 2021 | 7:26 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মার্কিন বাজারে দেশের পোশাক রফতানি সম্প্রসারণে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমএ সভাপতি ফারুক হাসান ও সহ-সভাপতি মিরান আলী সম্প্রতি ওয়াশিংটন ডিসি’তে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ সহযোগিতা চান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিজিএমইএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বৃদ্ধিসহ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য উন্নয়নে দূতাবাসের সহায়তা ও সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশের টেক্সটাইল খাতে, বিশেষ করে নন-কটন খাতে মার্কিন ব্যবসায়ী এবং অনাবাসিক বাংলাদেশীদের কাছ থেকে বিনিয়োগ আকর্ষণ করার পথ খুঁজে বের করার বিষয়ে সহায়তা প্রদানের জন্যও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।

ফারুক হাসান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি ইতিবাচক বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করতে সহযোগিতা প্রদান ও প্রচেষ্টা গ্রহণের জন্য রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন