বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

September 15, 2021 | 4:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে বাজার মূলধন ও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বিজ্ঞাপন

বুধবার দিন শেষে ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ৪৭ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৭৪৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির ১৬৭টির দাম বেড়েছে, কমেছে ১৫৩টির এবং ৫৫টির দাম অপরিবর্তিত থাকে। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১০৪ কোটি ৭২ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৭ কোটি ৪০ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯৬ পয়েন্টে উন্নীত হয়। অন্যদিকে, ডিএসই শরিয়া সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬৮ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১৭টি কোম্পানির ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৯৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮ কোটি ২ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন