বিজ্ঞাপন

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

September 19, 2021 | 1:07 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সাধারণ ক্যাডারের দুই হাজার ৪৬৭ জন ও বিষয়ভিত্তিক কারিগরি ক্যাডারের ৮ হাজার ৪৯৭ জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসেন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সকালে নির্ধারিত সময়েই পরীক্ষার্থীরা চলে এসেছেন। আগামী ১১ অক্টোবর পর্যন্ত এই মৌখিক পরীক্ষা চলবে।

সোহরাব হোসেন আরও বলেন, মৌখিক পরীক্ষার জন্য সাধারণ ক্যাডারের দুই হাজার ৪৬৭ জন প্রার্থীকে ডাকা হয়েছে। এর বাইরে বিষয়ভিত্তিক কারিগরি ক্যাডারসহ সব মিলিয়ে পরীক্ষায় অংশ নেবেন ১০ হাজার ৯৬৪ জন।

বিজ্ঞাপন

এর আগে, এ বছরের ১৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করেছিল পিএসসি। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে সেবারে মৌখিক পরীক্ষার তারিখ পেছানো হয়। পরে ১ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার নতুন সূচি ঘোষণা করে সরকারি কর্ম কমিশন। এর মধ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছরের মাথায় মৌখিক পরীক্ষা শুরু হলো ৪০তম বিসিএসের।

এর আগে, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এই বিজ্ঞপ্তির পর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। সেখানে ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় বসার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার উপযোগী নির্বাচিত হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে ক্যাডার সার্ভিসে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশ ক্যাডারে ৭২, পররাষ্ট্র ক্যাডারে ২৫, কর ক্যাডারে ২৪, শুল্ক ও আবগারি ক্যাডারে ৩২ ও শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে প্রায় ৮০০ জন। তবে জনপ্রশাসনের প্রয়োজনভেদে এ সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন